মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বিকেলে উপজেলার ৪,৫২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির। এছাড়া শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রণোদনার আওতায় ১,৬০০ জন কৃষককে গম, ১,৮০০ জনকে সরিষা, ৩৫০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৬৫০ জনকে মসুর, এবং ১২০ জনকে খেসারী বীজ ও সার বিতরণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

