মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন গৃহায়ন ও গণপূর্তের নতুন কান্ডারি উবায়দুল মোকতাদির চৌধুরী। পরিকল্পিত আবাসন গড়ার পাশাপাশি অসহায় মানুষ ও মুক্তিযোদ্ধাদের জন্য ভাবনার কথাও জানান মন্ত্রী।
রাজনৈতিক অঙ্গণে তিনি রবিউল আলম নামেই পরিচিত। ছাত্ররাজনীতির হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বঙ্গবন্ধু হত্যার পর ঢাকায় যারা প্রতিবাদ আর বিক্ষোভে কাঁপিয়ে তুলেছিলেন রাজপথ, তাদের সম্মুখসারির একজন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
কর্মজীবনে ছিলেন আমলা, ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব। দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া- ১ আসন থেকে টানা চার মেয়াদের সংসদ সদস্য। এবারই প্রথম আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথের মধ্যে দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নেন উবায়দুল মোকতাদির চৌধুরী।
সময় সংবাদের সঙ্গে আলাপচারিতায় জানান নিজ মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরিকল্পনা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে সবার আগে গুরুত্ব দিতে চান জানিয়ে মন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্তে দুর্নীতি করলে ছাড় নেই।
তিনি বলেন, ইশতেহার অনুযায়ী আমাদের কাজগুলো করব। যতটা সম্ভব উন্নত-সমৃদ্ধ করে বাস্তবায়ন করার চেষ্টা করব। মাথায় কোনো রকম দুর্বলতা না থাকলে অন্য জায়গায়ও দুর্বলতাগুলো থাকবে না। দুর্নীতিতে কেউ জড়িয়ে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
মুক্তিযোদ্ধা ও অসহায়দের আবাসন সুবিধা মাথায় রেখে সাজাতে চান কর্মপরিকল্পনা। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোকে সর্বাত্মক সুবিধা দেয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আবাসন থেকে শুরু করে যা যা করা দরকার, তার সবটাই করব।
স্মার্ট বাংলাদেশের উপযোগী মন্ত্রণালয় হিসেবে গণপূর্তকে গড়তে চান উবায়দুল মোকতাদির চৌধুরী। বলেন, একটা আধুনিক মন্ত্রণালয় হিসেবে দেখতে চাই।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

