দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশের তৃণমূল পর্যন্ত আমূল পরিবর্তন করা সম্ভব।
তিনি বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত। তবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চলমান কাজগুলো শেষ করব।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

