কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুণ মিয়া (৪৫) আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ঢাকার জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। নিহতের জামাতা মো. জিবন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। হারুণ মিয়া টুকচানপুর গ্রামের মৃত জয়দর মিয়ার ছেলে।
পূর্ববর্তী তথ্য অনুযায়ী, ৩ ডিসেম্বর আগানগর ইউনিয়নের টুকচাঁনপুরের চরপাড়া এলাকায় দিনভর দোকান চালানোর পর রাতের দিকে দোকান মালিক জহির মিয়া দোকান বন্ধ করার সময় ভুলক্রমে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করেননি। এর ফলে গ্যাস দীর্ঘ সময় ধরে দোকানে ছড়িয়ে পড়ে। ৪ ডিসেম্বর সকালে অজ্ঞাতসারে আগুনের উৎস থেকে আগুন ধরে গেলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে হারুণ মিয়া গুরুতর অগ্নিদগ্ধ হন। এ ছাড়া দোকানের বাইরে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীসহ মোট ১৯ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর হারুণ মিয়া আজ মৃত্যুবরণ করেন।
নিহতের জামাতা জিবন মিয়া বলেন, “আইসিউতে এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে শেষ পর্যন্ত তিনি জীবন হারালেন। চিকিৎসার জন্য অনেক অর্থ খরচ হয়েছে। ভৈরব প্রশাসন কিছুটা সহায়তা দিলে হয়তো আরও ভালোভাবে চিকিৎসা করা যেত এবং হয়তো বেঁচে যেতেন।” তিনি আরও জানান, হারুণ মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এ মামুনুর রশীদ বলেন, “অগ্নিকাণ্ডে গুরুতর আহত হারুণ মিয়ার মৃত্যু দুঃখজনক। আহতদের সহায়তার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। নিহতের পরিবারকেও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

