ঢাকা কেন্দ্রীয় কারাগারে শাহ আলম ওরফে কালু (৪৫ বছর) বয়সী অসুস্থ এক হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সারে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কারাবন্দী হাজতিকে (ঢামেক)হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, আজ দুপুরে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, সে কোন মামলায় কারাগারে হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন সেটা আমারা বলতে পারিনা। তার বাবার নাম আজমত আলী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

