এখন পর্যন্ত ভোটের পরিবেশ যথেষ্ট সন্তোষজনক বলে মনে করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ভবিষ্যতে সহিংসতা হলে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সম্প্রীতি বাংলাদেশের সাথে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অতীতে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার কথা বৈঠকে উল্লেখ করে ভবিষ্যতেও এমন আশঙ্কার কথা জানায় সংগঠনটি৷ জানায়, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কোনো শক্তির উত্থান যেন না হয়। যারা হত্যা-লুন্ঠন করেছে, তাদের পক্ষে যেন কিছু না যায়৷
মতবিনিময় সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাতে প্রধান সিইসি কাজী হাবিবুল আওয়াল ব্যক্তিগত কারণে উপস্থিত না থাকলেও অন্য চার কমিশনার ও ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/য.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

