নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে গোপালপুর আকবর মোড় এলাকায় জসিমউদ্দিন সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
নিহত জসিমউদ্দিন উপজেলার চান্দাই দাসগ্রামের খালেক সরকারের ছেলে। তিনি মোটরসাইকেলে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রে যাওয়ার পথে আকবর মোড়ে সড়কের ওপর থাকা বালুর স্তূপে পিছলে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর এলাকায় ট্রাকের চাপায় সুমন হোসেন (৩৫) নামে আরেক যুবকের মৃত্যু হয়। তিনি বনপাড়া পৌর শহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে। নাটোর শহরের কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হরিশপুর এলাকায় মাছবোঝাই ট্রাক থেকে ছিটকে পড়া পানিতে পিছলে তিনি আরেকটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

