রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে ১৮টি স্বর্ণের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে মার্কেটের সামনের অংশে থাকা ৯টি ও ভেতরে ৯টি দোকান রয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। এর আগে, আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরাও রয়েছেন।
আগুনে পুড়ে গেছে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স ।
এ বিষয়ে দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে। মার্কেটের মোট ১৮টি স্বর্ণের দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে। আমার দুটি দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল।
নিউ হেনা জুয়েলার্সের মালিক জানান, ভোরে আগুন লাগার সংবাদ পেয়ে মার্কেটে ছুটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে আমার দোকানে আগুন লেগে যায়। দোকানটিতে প্রায় দুই কোটি টাকার স্বর্ণের মালামাল ছিল।
জানা গেছে, মার্কেটটিতে ৫শর বেশি দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতার দোকান ও স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান রয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভোরে আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর একে একে ১৭টা ইউনিট কাজ শুরু করে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :