বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, সংরক্ষিত ৩০৮ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদের বাবা কামাল উদ্দিন আহমেদ খান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
ডেপুটি স্পীকার তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আজ (মঙ্গলবার) বেলা ০১ টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
মরহুম কামাল উদ্দিন আহম্মদ খান ১৯২২ সালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন জাফর আলী খান চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম সরকারি কলেজ হতে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে তিনি একটি ব্রিটিশ কোম্পানিতে সিনিয়র কর্মকর্তা হিসেবে দীর্ঘ চাকরিজীবন সম্পন্ন করে অবসরে যান।
আগামী শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং দাফন সম্পন্ন হবে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

