AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৩ পিএম, ২৬ মার্চ, ২০২৩
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (২৬ মার্চ) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে প্রত্যয়দীপ্ত এ মন্তব্য করে সই করেন তিনি।

 

প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের। হানাদার পাকিস্তান বাহিনীদের হাতে নির্যাতিত মা-বোনদের প্রতি জানাই আমার শ্রদ্ধা।

 

তিনি লেখেন, বেদনা ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি, আমার মা বেগম ফজিলাতুন নেছা ও আমার তিন ভাই, ভ্রাতৃবধূসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে।

 

প্রধানমন্ত্রী আরও লেখেন, আজকের এই দিনে আমি প্রত্যয় করছি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। মহান স্বাধীনতা জাতীয় দিবসে এটাই আমার প্রত্যয়।

 

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোর ৫টা ৫৭ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং সই করেন।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০২:৩৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৩ সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল!
  2. ০২:১০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৩ দারিদ্র ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  3. ১০:৪৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অগ্নিকাণ্ডের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  4. ০৩:৪৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ আঞ্চলিক সড়কে টোল আদায়ের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  5. ০২:৪৬ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: প্রধানমন্ত্রী
  6. ০২:২৯ পিএম, ৩ এপ্রিল, ২০২৩ কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক
  7. ০১:২৭ পিএম, ২৮ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক
  8. ০৪:২৮ পিএম, ২৭ মার্চ, ২০২৩ প্রধানমন্ত্রীকে জো বাইডেনের শুভেচ্ছা
  9. ০৩:৩৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩ স্বাধীনতা দিবসে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
  10. ০১:২০ পিএম, ২৬ মার্চ, ২০২৩ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
  11. ১২:৪৩ পিএম, ২৬ মার্চ, ২০২৩ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো: প্রধানমন্ত্রী
  12. ১১:২৬ এএম, ২৫ মার্চ, ২০২৩ দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  13. ০৮:৫০ পিএম, ২৪ মার্চ, ২০২৩ আমরা যুদ্ধ ও সংঘাত চাই না: প্রধানমন্ত্রী
  14. ০৯:৫৬ এএম, ২৪ মার্চ, ২০২৩ এবার গণভবনে ইফতার পার্টি হচ্ছে না
  15. ০৬:০১ পিএম, ২৩ মার্চ, ২০২৩ দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী
Link copied!