AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০০ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৩
ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ফিলিস্তিনের জেনিন শরনার্থী শিবিরে ইসরায়েলের সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী বৃহস্পতিবার জেনিন শরনার্থী শিবিরে শিশু ও বৃদ্ধসহ ১০জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করে। এ সময় শরনার্থী শিবিরের স্থাপনাও ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।

 

ইসরায়েলি বাহিনী মৌলিক নাগরিক বিধান, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি বারবার লঙ্ঘন ও উপেক্ষা করায় বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

 

একুশে সংবাদ/প্রে.রি/এসএপি

Link copied!