টপ অর্ডারের বিপর্যয়ে ম্যাচের শুরুতেই ধুঁকছিল পাকিস্তান। একসময় শতরান করাই কঠিন হয়ে পড়েছিল দলটির জন্য। তবে শেষ দিকে মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো রান তুলেছে তারা। অবশ্য বাংলাদেশ একাধিক ক্যাচ মিস করায় সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে বাবর আজমের দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।
একুশে সংবাদ/এ.জে