AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব জাকিয়া সুলতানা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:২৭ পিএম, ১৭ মে, ২০২১

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব জাকিয়া সুলতানা

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন জাকিয়া সুলতানা। রোববার (১৬ মে) তিনি যোগদান করেন।গত ৯ মে জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।

এর আগে জাকিয়া সুলতানা জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। জাকিয়া সুলতানা ১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করে। তিনি ১৯৮৯সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিটিউট (আইপিজিএমআর) থেকে অ্যানাটমি, এবং ১৯৯১ সালে বিএসসি অনার্স (মেডিকেল) ও এমএসসি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন। তিনি নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও কর্মজীবনের বিভিন্ন সময়ে, তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন।

রিপোর্ট-রাফি

Link copied!