ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ।
মন্ত্রী আজ শনিবার এক শোকবার্তায় বলেন, ব্যারিস্টার রফিক-উল হক আইন অঙ্গনের উজ্জ্বল এক তারকা ছিলেন। আইন পেশার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে তিনি ছিলেন সমান অনুরাগী। দেশের আইন অঙ্গণে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।তার মৃত্যুতে দেশ একজন মহান ব্যক্তিত্বকে হারালো যা পুরণ হবার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একুশে সংবাদ/এআরএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

