প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীর নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর ধারাবাহিকতায় এবারও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা প্রদান করছে কোস্ট গার্ড।
এ সময় বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন এবং আউটপোস্ট। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিয়মিত টহল পরিচালনা করছে কোস্ট গার্ড, এবং জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডুবুরি দল।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, এবছর সুন্দরবনে ডাকাত বিরোধী অভিযান চালিয়ে ২৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৩৬৬ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৬ নারীসহ ৪৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৪২ জন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযানে ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা ও পা এবং ৪০০টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারি আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব সফলভাবে, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের ১৬১১১ জরুরি সেবা নম্বরে যোগাযোগ করতে পারেন।”
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
