AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৭ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বাড়াতে সারাদেশে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দফতর (হেডকোয়ার্টার্স)।

সদর দফতরের তথ্যানুসারে, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কোর্সের মাধ্যমে নির্বাচনী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে মাঠ পর্যায়ের সদস্যদেরও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আসন্ন নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের পেশাদার আচরণ, মানবাধিকার সংবেদনশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নির্বাচনী প্রশিক্ষণ প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন এবং সব ইউনিট প্রধানকে মাঠপর্যায়ে সরাসরি তত্ত্বাবধানের আহ্বান জানিয়েছেন। পুলিশ সদর দফতর থেকে প্রতিটি ইউনিটের প্রশিক্ষণ অগ্রগতি নিয়মিতভাবে মনিটর করা হচ্ছে।

গত রবিবার (২ নভেম্বর) আইজিপি রাজশাহী ও বগুড়ায় মাঠপর্যায়ের প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সদর দফতর জানিয়েছে, নির্বাচনী দায়িত্ব যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পাদিত হয়, সে লক্ষ্যেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে এই নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী জানুয়ারি পর্যন্ত— যা বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো এমন পরিসরে আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!