আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থীদের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের অভিজ্ঞ ও ত্যাগী নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি একে একে প্রার্থীদের নাম পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতৃস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত এক পরিচিত মুখ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের সংকটকালীন সময়েও তিনি ছিলেন মাঠে, সংগঠনের তৃণমূল শক্তিকে সুসংগঠিত রাখায় রেখেছেন অনন্য ভূমিকা।
ভালুকার রাজনীতিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এক পরীক্ষিত, জনপ্রিয় ও নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রতীক। তাঁর মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও নবোদ্যম। অনেকেই মনে করছেন, বাচ্চুর নেতৃত্বেই ভালুকায় বিএনপি নতুন করে শক্তিশালী অবস্থান ফিরে পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, সততা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে এই আসনের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে। ভালুকার সাধারণ ভোটাররাও তাঁকে একজন নির্লোভ ও কর্মীবান্ধব নেতা হিসেবে জানেন।
দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থীদের এই ঘোষণার মধ্য দিয়ে মাঠপর্যায়ে নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হবে এবং কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।
আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর প্রার্থিতা বিএনপির জন্য শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি ভালুকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
