বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনয়ন গতকাল (৩ নভেম্বর) ঘোষণা করা হয়নি। বাগেরহাটের তিনটি আসনই আপাতত অনহোল্ড রাখা হয়েছে। সোমবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণার পূর্ব মুহূর্তে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
আসন জটিলতার কারণে মনোনয়ন না আসায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশার ছাপ দেখা যায়।
মঙ্গলবার (৪ নভেম্বর) মোরেলগঞ্জ উপজেলা বিএনপি তাদের মনোবল উৎসাহপূর্ণ ও সতেজ রাখতে দলের স্থায়ী কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাগেরহাটের চারটি আসনের মনোনয়ন আপাতত ‘অনহোল্ড’ অবস্থায় রয়েছে। এখনও অনেক আসন ঝুলে আছে। আশা করি বাকি আসনগুলোতে দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে এবং সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এটি দীর্ঘস্থায়ী হবে না। ১৭ বছরের ত্যাগী নেতাদের দল বঞ্চিত করবে না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় অর্জনে কাজ করব।”
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, আব্বাস মুন্সি, উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চুসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
