সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যার ঘটনায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং আরও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট কামাল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চাউলধনি হাওড় এলাকায় বাবাকে রক্ষা করতে গিয়ে সুমেল গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরদিন নিহতের বাবা ইব্রাহিম আলী বিশ্বনাথ থানায় নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন, যেখানে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৮ জনের ফাঁসির আদেশ দেওয়া হয় এবং অপর ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে