শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রথমে মারধরের শিকার ও পরে গ্রেফতার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান (২৭) জামিন পেয়েছেন।
রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। আইনজীবী জানিয়েছেন, আজিজুরের মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেলে ধানমন্ডি থানা পুলিশ আজিজুর রহমানকে আদালতে হাজির করে। পুলিশ তাকে ২০২৪ সালের ৪ আগস্ট সায়েন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায়। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী অভিযোগ করে বলেন, ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ‘মব ভায়োলেন্স’-এর শিকার হয়েছেন আজিজুর। অথচ তাকে অন্য মামলায় আসামি বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশে হস্তান্তরের আগে আজিজুর বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই হালাল টাকা দিয়ে ফুল কিনে এসেছিলাম। আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি।”
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে নিউ মার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় একটি মিছিলের সময় গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন মো. আরিফুল ইসলাম। দুই মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। গত ২ এপ্রিল তিনি ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে