বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়া সব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনিরসহ বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত আছেন।
এর আগে গত ১২ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালত বলেন, মামলার অভিযোগপত্র আইনি দিক থেকে গ্রহণযোগ্য ছিল না, ফলে বিচারও অবৈধ।
এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং গত ১ জুন আপিল বিভাগের অনুমতি পায়।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত রায়ে বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শত নেতাকর্মী।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
