AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামি ট্রাইব্যুনালে হাজির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৯ এএম, ২৯ জুলাই, ২০২৫

আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামি  ট্রাইব্যুনালে হাজির

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। এর আগের দিন, সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপক্ষ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে। আজকের দিনে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য শুনানির সময় নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি গ্রহণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন— সাবেক জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং বর্তমান জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দুই ঘণ্টাব্যাপী শুনানিতে তিনি মামলার পটভূমি, অভিযোগ ও তদন্ত সংক্রান্ত বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করেন।

এর আগে ২২ জুলাই আদালত পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন। এসব আসামির মধ্যে রয়েছেন বেরোবির সাবেক উপাচার্য ও রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার। একই আদেশে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

সেদিন প্রসিকিউশন দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন মিজানুল ইসলাম ও মঈনুল করিম। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, পলাতক ২৪ আসামিকে হাজির করতে আদালতের নির্দেশে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে তারা কেউ আদালতে না আসায়, মামলাটি পলাতকদের অনুপস্থিতিতে চলবে। এদিকে গ্রেপ্তার ছয় আসামির মধ্যে দুইজন এখনও ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করেননি। এ বিষয়ে আদালত ব্যাখ্যা চেয়েছে।

উল্লেখ্য, পলাতক ২৪ জনের পক্ষে চারজন স্টেট ডিফেন্স আইনজীবী নিযুক্ত হয়েছেন, অর্থাৎ প্রতি ছয়জনের জন্য একজন করে।

এরও আগে, গত ১৩ জুলাই, একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য মামলায় গ্রেপ্তার আসামি রাসেল ও পারভেজকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের ধরতে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়।

গত ৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। এর আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা, যেখানে মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!