AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৮ পিএম, ৯ জুলাই, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে চার খুনের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ২০২০ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চারজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফ শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশ পরিদর্শক গোলাম জিলানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাউল্লাহ জুনুনি মামলার এজাহারভুক্ত আসামি এবং বর্তমানে কারাগারে বন্দি। অনুমোদিত সময়ে তাকে রিমান্ডে নেওয়া হবে।

২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

এর আগে, চলতি বছরের ১৮ মার্চ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরে সমন্বিত অভিযান চালিয়ে র‌্যাব আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে। পরে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

আদালত প্রাঙ্গণে আতাউল্লাহকে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় এবং আদেশের পর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!