২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ ঘোষণা করেন।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিদের খালাসের রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করে। ১৯ মার্চ শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। তবে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া খালাস বহাল রাখেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা–কর্মী নিহত হন। এ ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের হয়।
২০১৮ সালে বিচারিক আদালত রায় ঘোষণা করে। তাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং আরও ১১ জনের বিভিন্ন মেয়াদের সাজা হয়। তবে হাইকোর্টে আপিলে সব আসামি খালাস পান, যা আজ আপিল বিভাগও বহাল রেখেছে।
একুশে সংবাদ/স.ট/এ.জে