ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে দায়ের করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল বুধবার (২১ মে) দিন ধার্য করেছে হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
অন্যদিকে, ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং আইনজীবী কায়সার কামাল।
নির্বাচন কমিশন সম্প্রতি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করে। তবে এই গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেয়র ঘোষণা সংক্রান্ত ওই গেজেট আইনগতভাবে ত্রুটিপূর্ণ এবং তা সংবিধানবিরোধী।
২০১৯ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ডিএসসিসি নির্বাচনে অংশ নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে নানা রাজনৈতিক জটিলতা এবং নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক থাকলেও, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের একটি গেজেটে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়, যা নতুন করে আইনি বিতর্কের জন্ম দেয়।
এ সংক্রান্ত আদেশ আগামীকাল হাইকোর্টে দেওয়া হবে বলে আদালত জানিয়ে দিয়েছেন।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে