রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির হয়ে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
একুশে সংবাদ/এ.জে