পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট।
দুদক (দুর্নীতি দমন কমিশন) অভিযোগ করেছে, পূর্বাচলে ৬০ কাঠা জমি আত্মীয়স্বজনের নামে বরাদ্দ দিয়ে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন অভিযুক্তরা। এই অভিযোগে গত ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে ছয়টি পৃথক মামলা দায়ের করে কমিশন।
এরপর চলতি বছরের ২৫ মার্চ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের পলাতক হিসেবে উল্লেখ করা হয়।
মামলাগুলোর প্রতিটিতে প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। প্রতিটি মামলায় বিভিন্ন কর্মকর্তা ও ব্যক্তি যুক্ত থাকলেও, রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ছয়টি মামলাতেই অভিযুক্ত।
চলতি বছরের ১৩ ও ১৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/স.ট/এ.জে