২০১৩ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৫ আগস্ট চাঁনখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় পলাতক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৪ জুলাই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশের জন্য ওই দিন ধার্য করেন।
এদিন মামলায় ৪ আসামি—শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম—ট্রাইব্যুনালে হাজির হন এবং মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তবে শুনানির পর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের জন্য ১৪ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০১৩ সালের ৫ আগস্ট, চাঁনখারপুলে শান্তিপূর্ণ আন্দোলনরত নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় ৬ জনকে। নিহতরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।
মামলার তদন্তে উঠে এসেছে যে, পলাতক আসামি হাবিবুর রহমান এবং অন্যান্য আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অথবা তা তত্ত্বাবধান করেছেন। তারা অধীনস্থদের নির্দেশ দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটনে সহায়তা করেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেদিনের ঘটনার মাধ্যমে তারা দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন।
এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন ১৯৫ দিনের তদন্ত শেষে গত ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছিল। মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে