AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে করা রিট দ্রুত নিষ্পত্তির নির্দেশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:১০ পিএম, ২১ এপ্রিল, ২০২৪
ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে করা রিট দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ছবি সম্বলিত জায়নামাজ আমদানি বন্ধে করা রিট আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও ব্যারিস্টার শেখ ওমর শরীফ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে জায়নামাজে পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতির ব্যবহার বন্ধ ও আমদানির নির্দেশনা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতি ব্যবহার করে জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবি সম্বলিত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল। রিটে আবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩০ জানুয়ারি এ রিট আবেদন করা হয় বলে রিটকারী আইনজীবী ব্যারিস্টার শেখ ওমর শরীফ গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা   
 

Link copied!