সার্ক কৃষি কেন্দ্র (SAC) শনিবার (২২ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্ক কৃষি কেন্দ্র বই কর্নার উদ্বোধন করেছে। উদ্বোধন শেষে সার্ক কৃষি কেন্দ্র ও সিকৃবি প্রতিনিধিদের মধ্যে প্রফেসর ডঃ মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুম একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। তাঁর বক্তব্যে তিনি সার্ক কৃষি কেন্দ্রের দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বুক কর্নারটি শিক্ষার্থীদের আপডেটেড গবেষণা উপকরণ এবং বৈশ্বিক কৃষিগত দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ দেবে, যা সিকৃবি থেকে আরও দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ গ্রাজুয়েট তৈরি করতে সহায়তা করবে।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মোঃ হারুনুর রশিদ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে জ্ঞান বিনিময়ের মাধ্যমে সার্ক কৃষি কেন্দ্রের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দক্ষ কৃষি পেশাজীবী তৈরির লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্পন্ন প্রকাশনা, প্রশিক্ষণ সুবিধা এবং যৌথ গবেষণা উদ্যোগের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখবে।
সিকৃবি`র কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী গবেষণামুখী শিক্ষার পরিবেশ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থী ও গবেষকদের একাডেমিক সুযোগ বাড়াতে সার্ক কৃষি কেন্দ্রের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, বুক কর্নারের মতো উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক ভিত্তি শক্তিশালী করতে এবং উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, এ উদ্যোগ সিকৃবি`র বিশেষজ্ঞদের জন্য সার্ক সদস্য দেশগুলোর কৃষি উন্নয়নে অবদান রাখার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিকৃবি`র গ্রন্থাগারিক সুবীর কুমার পাল। তিনি সার্ক কৃষি কেন্দ্রকে বুক কর্নার স্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং গ্রন্থাগারের পক্ষ থেকে একাডেমিক সম্পদে উন্নততর প্রবেশাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা ও একাডেমিকরা বক্তব্য রাখেন, যার মধ্যে ছিলেনসিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মোঃ ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর, এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. রাজা উল্লাহ খান।
সিকৃবি`র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. শাহজাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, পরিচালক (খামার) প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ, পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) গাজী জহিরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষাক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, সার্ক কৃষি কেন্দ্র বই কর্নার স্থাপনের লক্ষ্য হলো একাডেমিক সম্পদ বৃদ্ধি করা এবং শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক সদস্যদের মধ্যে আঞ্চলিক কৃষি-জ্ঞান প্রচার করা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

