উগান্ডার পশ্চিমাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে কিরইয়ানদঙ্গ শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরু মহাসড়কে একটি বাস ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের পর উভয় যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা ওই অঞ্চলে প্রায়ই ঘটে—বিশেষ করে অতিরিক্ত গতি ও সংকীর্ণ সড়কের কারণে। তবে একসঙ্গে এত বেশি প্রাণহানির ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।
উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানিয়েছেন, দুর্ঘটনার দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। “অনেক যাত্রী হাত-পা ভাঙা ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন,” বলেন তিনি।
দেশটির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, উদ্ধারকাজ চলাকালে কয়েকজন আহত যাত্রীকে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করা হয়েছিল। তদন্তে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত থাকতে পারেন।
একুশে সংবাদ/এ.জে