পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামে একটি বরফ কলে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিকেজ হয়। এতে মুহূর্তের মধ্যেই আশপাশে তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে কলের ভেতরে ও আশপাশে থাকা শ্রমিক ও স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ অবস্থায় ৫ জন জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন,
“অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্যাস লিকেজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর আগেও এলাকায় কয়েকটি বরফ কলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।”
স্থানীয়দের দাবি, মহিপুর ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি বরফ কল দীর্ঘদিন ধরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/এ.জে