পটুয়াখালীর বাউফল পৌর শহরের যুবসমাজ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা বাউফল-বগা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
বাউফল ফুটবল একাডেমি ক্লাব ও ব্যাক স্টেট ভয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, ফয়সাল সিকদার, রুমেন সিকদার, জাকির হোসেন, মাহবুব হোসেন, সাহেদ সিকদার ও সাইফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক মাঠে মেলা আয়োজন অনৈতিক ও অযৌক্তিক, কারণ এটি মূলত খেলাধুলার মাঠ। মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, বিশেষ করে সামনে অনুষ্ঠিতব্য পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে।
তারা আরও জানান, মেলার কারণে শব্দদূষণ ও পরিবেশদূষণ বাড়বে। আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও স্কুল থাকায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনও ব্যাহত হবে।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে মাঠে মেলা আয়োজন বন্ধ না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
একুশে সংবাদ/এ.জে