রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মোক্তার হোসেন সোহেল।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের স্থানীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি মো. আব্দুল কাইয়ুম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মো. মহিউদ্দিন।সভা পরিচালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।
বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব নেওয়ার পর থেকে কোটি কোটি টাকার বরাদ্দ পেলেও কেবল একটি সম্প্রদায়কে বরাদ্দ দিচ্ছেন এবং অন্যান্য জাতিগোষ্ঠীকে বঞ্চিত করছেন।
তারা বলেন, “জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের বরাদ্দে বাঙালিরা ধারাবাহিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। দেবপ্রসাদ দেওয়ান জেলার উন্নয়ন তহবিলের প্রকল্পসমূহ কেবল পাহাড়ি এলাকায় বাস্তবায়ন করছেন।”
বক্তারা অভিযোগ করেন, ‘কফি ও কাজুবাদাম প্রকল্পে’ ৩০২ জনের মাধ্যমে ২৯ কোটি টাকার বরাদ্দ কেবল পাহাড়িদের দেওয়া হয়েছে, যা বৈষম্যের চরম উদাহরণ।
তারা আরও জানান, বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠনকে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকার বাজেট প্রদান করা হয়েছে—যা “অযৌক্তিক” বলে দাবি করে বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে প্রকল্পটি বাতিলের আলটিমেটাম দেন।
বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে সকল জাতিগোষ্ঠীর মধ্যে সমবণ্টন নিশ্চিত করতে হবে। অন্যথায় জেলা পরিষদের সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ানকে বাঘাইছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
একুশে সংবাদ/এ.জে