AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৩৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২০ এএম, ২২ অক্টোবর, ২০২৫

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা–আগাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বুধবার সকালে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, জ্বালানি ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে উল্টে যাওয়ার পর রাস্তা জুড়ে তেল ছড়িয়ে পড়ে। পরে আশপাশের বাসিন্দারা সেই তেল সংগ্রহ করতে এগিয়ে গেলে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই বহু মানুষ প্রাণ হারান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল কুড়াতে গিয়েছিলেন।

এদিকে ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি)-এর স্থানীয় কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং আশপাশের এলাকায় গুরুতর যানজট সৃষ্টি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নাইজেরিয়ায় এমন দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। দেশের অনেক সড়কই খারাপ অবস্থায় রয়েছে, আর পুরনো ট্যাঙ্কার ও ট্রাকের দুর্বল রক্ষণাবেক্ষণ এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!