AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকা পৌরসভায় ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে “জনতার মেয়র” আলহাজ্ব হাতেম খান


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:১৮ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

ভালুকা পৌরসভায় ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে “জনতার মেয়র” আলহাজ্ব হাতেম খান

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস মাঠচারণা, ঘরে ঘরে মানুষের সঙ্গে কথা বলা এবং সমর্থকদের সংগঠিত করার মাধ্যমে তিনি এখন ভালুকার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছুটে চলেছেন আলহাজ্ব হাতেম খান। মতবিনিময় সভা থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ি পর্যন্ত যেখানেই যাচ্ছেন সেখানেই বাড়ছে উৎসাহ। তাঁর সক্রিয় উপস্থিতি ও প্রাণবন্ত নেতৃত্বে পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আরও উদ্দীপ্ত হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন।

হাতেম খান শুধু দলীয় বার্তা নয়, মানুষের সমস্যা, ভবিষ্যৎ প্রত্যাশা ও জীবনমানের বিষয়গুলোও মনোযোগ দিয়ে শুনছেন। তৃণমূলে মানুষের সঙ্গে তাঁর এই সম্পর্কই তাঁকে রাজনীতিতে আলাদা অবস্থান দিয়েছে।

প্রচারণার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব হাতেম খান বলেন, “দল আমাকে অনেক কিছু দিয়েছে। মানুষের ভালোবাসা আর বিএনপির প্রতি শ্রদ্ধা থেকেই শপথ করছি, আজীবন ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। বিএনপির রাজনীতিই আমার বিশ্বাস, আমার পথচলা।”

পৌরসভার মানুষের কাছে দীর্ঘদিন ধরে “জনতার মেয়র” হিসেবে পরিচিত হাতেম খান এবার নির্বাচনী মাঠেও দেখাচ্ছেন নেতৃত্বের শক্তি, সংগঠনের দৃঢ়তা এবং কর্মঠতার অনন্য উদাহরণ। ঘরে ঘরে গিয়ে ভোটারদের মতামত নেওয়া, অসহায় মানুষের খোঁজ রাখা এবং দলীয় প্রার্থীর বার্তা তুলে ধরার মাধ্যমে তিনি তৃণমূলে তৈরি করছেন নতুন আস্থা ও দৃঢ় সমর্থন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তাঁর নিয়মিত মাঠচারণা ও কৌশলগত প্রচারণা ধানের শীষের প্রতি তৃণমূলের সমর্থনকে আরও শক্তিশালী করেছে। এর ফলে ভালুকার নির্বাচনী গণিতেও তৈরি হয়েছে নতুন সমীকরণ।

এক তরুণ কর্মী বলেন, “হাতেম ভাই মাঠে থাকলে আমাদের সাহস বাড়ে। তাঁর নেতৃত্বে সংগঠন আবার জেগে উঠছে।”

অন্যদিকে প্রবীণ ভোটার আব্দুল মান্নান মোল্লা বলেন, “অনেক নেতা বক্তৃতায় ব্যস্ত থাকেন, কিন্তু হাতেম খান নিয়মিত মানুষের কাছে যান। তাঁর এই মানবিক আচরণই তাঁকে আলাদা করে।”

রাজনীতির বাইরে দীর্ঘদিন ধরেই মানবিক কাজের জন্য হাতেম খান পৌরবাসীর আস্থার প্রতীক। মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, আর্থিকভাবে অসহায়দের সহযোগিতা করা ও সমাজের বিভিন্ন কাজে যুক্ত থাকা তাঁকে ভালুকায় একটি নির্ভরযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠা করেছে। সেই দীর্ঘদিনের আস্থাই এখন নির্বাচনী মাঠে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে যে সমন্বিত প্রচারণা চলছে, তার প্রধান চালিকাশক্তি এখন “জনতার মেয়র” আলহাজ্ব হাতেম খান। তাঁর নেতৃত্বে তৃণমূলে ব্যাপক সাড়া তৈরি হয়েছে।
যত দিন যাচ্ছে, পৌরসভায় ধানের শীষের পক্ষে জনতার ঢেউ আরও স্পষ্ট হচ্ছে।

অনেকেই বলছেন, “হাতেম খানের মতো নিবেদিত নেতা সামনে থাকলে ধানের শীষের সাড়া আরও বাড়বে। তিনি আমাদের আশা-ভরসার প্রতীক।”

দিন-রাত এক করে প্রচারণা, তৃণমূলে সক্রিয়তার সজীবতা সৃষ্টি, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে আলহাজ্ব হাতেম খান এখন ভালুকা পৌরসভার রাজনৈতিক পুনর্জাগরণের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ধানের শীষের জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভালুকায় আলহাজ্ব হাতেম খানই সবচেয়ে শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব।

 

একুশে সংবাদ/  সাএ

 

Link copied!