AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালতলীতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:১১ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

তালতলীতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

বরগুনার তালতলীতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকলিমা বেগম (৩২) এবং তার প্রেমিক মো. নেসার (৩৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

আকলিমা বেগমকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এবং তার প্রেমিক নেসারকে পটুয়াখালীর কলাপাড়া থানার শান্তিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্র জানায়, যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) তাদেরকে আটক করে।

বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের মাসুম বিল্লাহ তিন বছর আগে হুলাটানা গ্রামের আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। গত ছয় মাস ধরে আকলিমা স্বামীর কাছ থেকে ৩৬ শতাংশ জমি দাবি করছিলেন, যা মাসুম দিতে রাজি ছিলেন না।
গত বছর ২০ আগস্ট, মঙ্গলবার সকাল ১১টার দিকে আকলিমা বেগম মাসুমকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে আকলিমা ও তার সহযোগীরা সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দেন। পরে তারা পালিয়ে যান।

মাসুম বিল্লাহ শারিকখালী ইউনিয়ন পরিষদ সদস্য মো. সোহেলকে ফোন করে সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসুম বিল্লাহর বড় ভাই গোলাম কবির ২১ আগস্ট, বুধবার রাতে আকলিমা বেগমকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আকলিমা ও নেসারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও বরগুনার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!