রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তা কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়। ভূমিকম্পটি আঘাত হানে একই দিন সকাল ১১টার দিকে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাশিয়ার কামচাতকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ৯০ মাইল পূর্বে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের (এনটিডাব্লিউসি) তথ্যে বলা হয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, কানাডা কিংবা হাওয়াই এ সতর্কতার আওতায় ছিল না। তবে রাশিয়ার উপকূলীয় কিছু এলাকায় ১-৩ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছিল।
প্রাথমিকভাবে হাওয়াইয়ের জন্যও সতর্কতা জারি করা হয়েছিল প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে। সংস্থাটি জানায়, যদি হুমকি থেকে থাকে তবে সেটি স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটের দিকে আঘাত হানতে পারে। তবে পরে হাওয়াইয়ের সব সতর্কতা তুলে নেওয়া হয় এবং জানানো হয়, ওই ভূমিকম্প থেকে হাওয়াইয়ের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বা কানাডার সমুদ্রতীরবর্তী এলাকাগুলোতেও কোনো ধ্বংসাত্মক সুনামির ঝুঁকি নেই। একইভাবে আলাস্কা থেকেও কোনো সুনামির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সতর্কতার অংশ হিসেবে উপকূলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এদিকে জাপান আবহাওয়া সংস্থা জানায়, রাশিয়ার কামচাতকা উপদ্বীপ ঘিরে সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হতে পারে, তবে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করার প্রয়োজন হয়নি।
ধারণা করা হচ্ছে, ভূমিকম্পটি ছিল গত ২৯ জুলাই আঘাত হানা ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের একটি আফটারশক। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল, যদিও তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
একুশে সংবাদ/এ.জে