AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে বাংলাদেশি ইলিশের আকাশছোঁয়া দাম, ক্রেতাদের অনাগ্রহ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৪ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে বাংলাদেশি ইলিশের আকাশছোঁয়া দাম, ক্রেতাদের অনাগ্রহ

বাংলাদেশ থেকে ইলিশ আমদানির খবরে প্রথমে উচ্ছ্বাস দেখা দিলেও কলকাতার বাজারে গিয়ে দাম শুনে হতাশ হচ্ছেন সাধারণ ক্রেতারা। আকাশছোঁয়া দামের কারণে ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন, আর এতে চিন্তায় পড়েছেন ভারতীয় আমদানিকারকরা। তারা ভাবছেন, এ পরিস্থিতিতে আদৌ বাংলাদেশি ইলিশ আমদানি চালু রাখা সম্ভব হবে কি না।

শনিবার (২০ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন বাজারে বাংলাদেশি ইলিশ বিক্রি হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। শুক্রবার লেক মার্কেট, গারিয়াহাট ও মানিকতলার খুচরা বিক্রেতারা হাওড়ার পাইকারি বাজার থেকে গড়ে মাত্র ৫ থেকে ২৫ কেজি ইলিশ তুলেছেন।

বর্তমানে কলকাতায় এক কেজির বেশি ওজনের বাংলাদেশি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। বিপরীতে একই আকারের গুজরাটের ইলিশ পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১ হাজার ১০০ রুপিতে, আর মিয়ানমারের হিমায়িত ইলিশ মিলছে প্রায় ১ হাজার ৫০০ রুপিতে।

এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, গুজরাটের ইলিশই ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকায় বাংলাদেশি ইলিশের বাজার আরও কমে যেতে পারে। কলকাতার মাছ আমদানি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ জানিয়েছেন, “এই দামে বাংলাদেশি ইলিশ কিনতে খুব কম মানুষই আগ্রহ দেখাবেন। দাম কমার সম্ভাবনাও নেই।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ ভারতে প্রবেশ করে। কিন্তু এরপর বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ২০ টন ইলিশ ঢুকেছে।

তবে সব হতাশার মাঝেও বাংলাদেশি ইলিশের প্রতি টান রয়েই গেছে কিছু মানুষের। যেমন, কলকাতার বাসিন্দা আয়ুস্মান মুখার্জি শুক্রবার ২ হাজার ৫০ রুপি দিয়ে একটি বাংলাদেশি ইলিশ কিনেছেন।

একুশে সংবাদ // র.ন

Link copied!