আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা (বি১/বি২) ফি উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে। মার্কিন কংগ্রেস সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ‘বিগ বিউটিফুল বিল’ নামে একটি আইন পাস করেছে, যেখানে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।
ইউএসএ টুডে-এর প্রতিবেদনে বলা হয়, এতদিন এই ভিসার ফি ছিল ১৮৫ ডলার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এতে আরও ২৫০ ডলার যোগ হয়ে মোট ফি দাঁড়াবে ৪৩৫ ডলার—যা আগের তুলনায় প্রায় ১৩৫ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৩ হাজার টাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, নতুন ফি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা। তবে দেশটির নতুন অর্থবছর শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে, এবং সেদিন থেকেই ফি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল হয়ে উঠবে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত ফি আংশিকভাবে ফেরতযোগ্য হতে পারে। তবে কীভাবে বা কবে সেটি ফেরত দেওয়া হবে—তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট নীতিমালা নেই।
নতুন সিদ্ধান্তে ভ্রমণ খরচ বহুগুণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি পাঁচ সদস্যের পরিবার যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলে কেবল ভিসা ফি বাবদই তাদের দিতে হবে প্রায় ২ হাজার ডলার, অর্থাৎ আড়াই লাখ টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বাড়তি ফি শুধু পর্যটকদের ওপর নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতেও প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ভ্রমণকারী দর্শক থেকে শুরু করে অংশগ্রহণকারী অ্যাথলেট—সবাইকে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে