ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজা উপত্যকায় নতুন করে আরও ৮৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৯২ জন।
মঙ্গলবার (২৬ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ধরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণ ও গোলাগুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন বোমা হামলায় এবং বাকিরা খাদ্য সংগ্রহের সময় নির্বিচারে গুলিবর্ষণে প্রাণ হারান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা শাসনকারী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে হঠাৎ হামলা চালায়। ওই অভিযানে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায় তারা।
এরপর থেকেই গাজায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ ৫৮ হাজার মানুষ।
একুশে সংবাদ/আ.ট/এ.জে