AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৭ এএম, ২৬ আগস্ট, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজা উপত্যকায় নতুন করে আরও ৮৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৯২ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ধরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমাবর্ষণ ও গোলাগুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৮ জন বোমা হামলায় এবং বাকিরা খাদ্য সংগ্রহের সময় নির্বিচারে গুলিবর্ষণে প্রাণ হারান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা শাসনকারী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে হঠাৎ হামলা চালায়। ওই অভিযানে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে যায় তারা।

এরপর থেকেই গাজায় অব্যাহতভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ ৫৮ হাজার মানুষ।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!