AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৭ এএম, ২৬ আগস্ট, ২০২৫

চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

চীনের ওপর শুল্ক আরোপ নিয়ে ফের কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট সরবরাহ না করলে চীনের পণ্যে ২০০ শতাংশ কিংবা তারও বেশি শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীন যদি পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে অতিরিক্ত শুল্ক বসানো ছাড়া বিকল্প থাকবে না।”

প্রতিবেদনে বলা হয়, বিরল খনিজ ও ম্যাগনেট ইস্যুতে চীন অত্যন্ত সতর্ক। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করলে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং বেশ কিছু খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট সরবরাহের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন। এই খনিজ উপাদানগুলো সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোনসহ বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যের জন্য অপরিহার্য।

ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট ইন্টেল করপোরেশনের ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা এসেছে। বিশ্বের অন্যতম শীর্ষ চিপ প্রস্তুতকারী এই কোম্পানি চীনের সরবরাহকৃত বিরল খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

অন্যদিকে, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে চীনের রপ্তানি প্রবণতা বাড়ছে। দেশটির কাস্টমস তথ্য অনুযায়ী, জুলাই মাসে বিরল খনিজ রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টনেরও বেশি বেড়েছে।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন হুমকি আবারও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যদিও চলতি মাসের শুরুতে শুল্ক ইস্যুতে কিছুটা সমঝোতার আভাস মিলেছিল, তবে নতুন করে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন বাড়ান। এতে আলোচনার সুযোগ তৈরি হলেও, সেই সময়সীমা না বাড়ালে শুল্কহার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে গত মে মাসে উভয় দেশ সম্মত হয়েছিল শুল্কহার ১২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশে আনার বিষয়ে এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপ করবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!