AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতির দাবি উপেক্ষা করে ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪১ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫

যুদ্ধবিরতির দাবি উপেক্ষা করে ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই অনুমোদনে যুদ্ধবিমানবিধ্বংসী হেলিকপ্টার, ট্যাংকসহ বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে।

রয়টার্স জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল (ট্যাংক) রয়েছে। এর মধ্যে হেলিকপ্টারের মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকের মূল্য ১৯০ কোটি ডলার। এছাড়া যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য ধরা হয়েছে আরও ৭০ কোটি ডলার।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি গাজা দখলের অভিযান জোরদার করেছে দেশটির সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, নতুন অস্ত্র চালান সেই অভিযানে ব্যবহার করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী ইসরায়েলের ভেতরে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করার পর থেকেই এ অভিযান শুরু হয়। চলমান অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৬ হাজার।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ছয়বার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপিত হলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে প্রস্তাবটি নাকচ করেছে।

এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করেছে ফ্রান্স ও সৌদি আরব। এর আগে ইসরায়েলের সঙ্গে বড় অঙ্কের অস্ত্রচুক্তি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।

সূত্র: রয়টার্স

একুশে সংবাদ // র.ন

Link copied!