ঝিনাইদহের কোটচাঁদপুরে ছয় মামলার পলাতক আসামি আশিকুর রহমান (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আশিকুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় চুরি ও মারামারির তিনটি, চৌগাছা থানায় ডাকাতি চেষ্টার একটি এবং কোটচাঁদপুর থানায় ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর শহরের মমতা হোটেলের সামনে অভিযান চালিয়ে আশিকুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ছিনতাই কাজে ব্যবহৃত হয়েছিল।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুম বেল্লা জানান, গত ২০ আগস্ট রাতে কোটচাঁদপুরের নারায়ণপুর গ্রামে বাবলুর রহমানের মোটরসাইকেল ও একটি আলমসাধু ছিনতাই হয়। ওই ঘটনায় চারজন জড়িত ছিল। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আশিকুরকে গ্রেফতারের মধ্য দিয়ে চক্রের অন্যতম সদস্যকেও ধরা হলো।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, আশিকুরের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে