AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছে: ইসরায়েলি সাবেক সেনাপ্রধান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৪৩ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছে: ইসরায়েলি সাবেক সেনাপ্রধান

দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজা উপত্যকার প্রায় ১০ শতাংশ মানুষ নিহত বা আহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি।

২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের কারণে মার্চে পদত্যাগ করেন হালেভি।

গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলের এক বৈঠকে তিনি বলেন, গাজার ২২ লাখ মানুষের মধ্যে অন্তত ২ লাখের বেশি নিহত বা আহত হয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব পরিসংখ্যান দিয়েছে, তার সঙ্গে হালেভির বক্তব্য মিলে যায়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ হাজার ৭১৮ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে, নিহতদের মধ্যে কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক তা আলাদা করে জানায় না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর ফাঁস হওয়া একটি নথিতে বলা হয়েছে, নিহতদের প্রায় ৮০ শতাংশই বেসামরিক নাগরিক।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!