ভারী বর্ষণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে আকস্মিক এই বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটে।
শহরের তিনটি প্রধান বিমানবন্দর—জন এফ কেনেডি (জেএফকে), লাগার্ডিয়া ও নিউয়ার্ক—বৃষ্টির কারণে আংশিকভাবে ফ্লাইট বিলম্ব ও বাতিলের মুখে পড়ে।
মেয়র অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, “যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস পুরো দিনের জন্য দেওয়া হয়েছিল, তার বেশিরভাগই মাত্র ১০ মিনিটের মধ্যে নেমে এসেছে।”
মার্কিন আবহাওয়া অধিদপ্তর জানায়, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১.৮৫ ইঞ্চি (প্রায় ৪.৭ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এ সময়ের জন্য রেকর্ড পরিমাণ। এছাড়া লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে।
বৃষ্টির ফলে ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
