AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–জিনপিং বৈঠক শুরু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৪ এএম, ৩০ অক্টোবর, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–জিনপিং বৈঠক শুরু

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া এ বৈঠক কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে আয়োজিত এই বৈঠককে ঘিরে চলছে ব্যাপক জল্পনা। বিশেষ করে বিরল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ও সরবরাহ চেইন এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিরল খনিজ বা রেয়ার আর্থ মেটালস শিল্পে বর্তমানে চীনের আধিপত্য প্রায় একচেটিয়া। অপরদিকে, যুক্তরাষ্ট্রও প্রতিরক্ষা প্রযুক্তি ও আধুনিক ইলেকট্রনিকস খাতে এই উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে দুই দেশের মধ্যে এই খাতকে কেন্দ্র করে অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা তীব্র আকার নিয়েছে।

সম্প্রতি ফেন্টানিল সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর পাল্টা হিসেবে চীন মার্কিন কৃষিপণ্যে শুল্ক বাড়িয়েছে, যা ট্রাম্পের ঘরোয়া সমর্থক কৃষক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, কৃষিপণ্য ও বাণিজ্য শুল্কের ইস্যুও বৈঠকে গুরুত্বপূর্ণ স্থান পাবে।

এছাড়া দুই নেতার আলোচনায় তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং টিকটক সংক্রান্ত বিষয়গুলোও আলোচ্য তালিকায় থাকতে পারে বলে কূটনৈতিক মহলের অনুমান।

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা আশা করছি, আজকের আলোচনার ফলাফল যুক্তরাষ্ট্র ও চীনের উভয়ের জন্যই ইতিবাচক হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!