তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষই বিদ্যমান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে রাজি হয়েছে। যুদ্ধবিরতির শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে আবারও বৈঠক হবে। এর আগে পর্যন্ত সীমান্তে যেন কোনো সংঘাত না ঘটে, সে বিষয়ে দুই দেশ সতর্ক থাকবে।”
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে, যা সাম্প্রতিক সংঘাতের পর আরও তীব্র হয়।
এ বিরোধের মূল কেন্দ্রবিন্দু তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সহিংসতা চালিয়ে আসছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় দিচ্ছে—যা কাবুল অস্বীকার করে।
চলতি মাসের ৯ অক্টোবর আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর দুদিন পর সীমান্তে পাল্টা হামলা চালায় আফগান সেনারা, যার জবাবে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনীও।
টানা সংঘাতের পর ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। ওই সময় পর্যন্ত অন্তত ২০০ আফগান সেনা ও ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
পরবর্তীতে ১৮ অক্টোবর দোহায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু হয়, যা পরে স্থানান্তরিত হয় তুরস্কের ইস্তাম্বুলে। সেখানে ২৫ অক্টোবর থেকে বৈঠক চলতে থাকে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায়।
২৮ অক্টোবর বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় আলোচনায় অগ্রগতি আসে। শেষ পর্যন্ত ৩০ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান উভয়েই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
