দীর্ঘ বিরতির পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুই দিনের সফর শেষ করে শনিবার (৩০ আগস্ট) তিনি চীনে পৌঁছান। তিয়ানজিন বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
মোদি এবার অংশ নিচ্ছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদা বৈঠকে বসবেন।
সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। অন্যদিকে, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। তবে সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি ও বেইজিং সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরকালে সীমান্ত ইস্যুতে সক্রিয় আলোচনার বিষয়ে সম্মত হন দুই দেশ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বিশ্লেষণ বলছে, এবারের বৈঠকে সীমান্ত পরিস্থিতি মূল আলোচ্য বিষয় হবে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিও আলোচনায় আসতে পারে।
জাপান সফরে মোদি বলেছিলেন, ভারত-চীন সম্পর্ক এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে রাশিয়ার কাজানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

