AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৯:৩৯ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের মূল্য আবারও হ্রাস পেয়েছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন দাম অনুযায়ী এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমায় স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা দরে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৭ অক্টোবর বাজুস প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৭০ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, আর ২২ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ দফায়, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!